রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বে অবহেলার দায়ে ভবতোষ রায় নামের এক শিক্ষককে অব্যাহতি প্রদান করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের টিম লিডার অধ্যক্ষ মো. রুহুল আমিন বেপারী।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানাযায়, আমুয়া বন্দর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১০ নং কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভবতোষ রায়। এ সময় তিনি দায়িত্ব পালনে অবহেলা করেন। পরে শাস্তিস্বরূপ এসএসসি পরীক্ষা ২০২৫ চলাকালীন সময়ে তিনি পরীক্ষা হলে কোন প্রকার দায়িত্ব পালন করতে পারবে না বলে অব্যাহতি প্রদান করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের এ কর্মকর্তা।
আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সচিব মো. শামীম মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।