শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষপান করে আত্মহত্যা করার অভিযোগ পাওয়াগেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মো. ইয়াসিন আরাফাত (১৮) নামের ওই শিক্ষার্থী বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। মৃত শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের গ্রামের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলার বড় যাদবপুরা গ্রামে।
স্বজনরা জানান, আজকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে ইয়াসিন আরাফাত অকৃতকার্য হয়। পরে সে অভিমান করে বিষপান করে।