সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে দুই জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. জহিরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ জরিমানা করেন। অভিযানের সময় ৪৫০ মিটার কারেন্ট জাল, ২৬ কেজি ইলিশ মাছ ও ০১ টি ট্রলার জব্দ করা হয়।
দন্ডিত জেলেরা হলেন বরগুনার বেতাগী উপজেলার ছোট মোকামিয়া গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে মোঃ শামীম (৩৫) ও মিনাজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. হামিদ হাওলাদার (৬৫)।