বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠির কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি পদে মাওলানা মোহাম্মদ শামীম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে হযরত মাওলানা মাহাদি হাসান নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার বিকেল ৪টায় এ উপলক্ষে বাইপাস মোড় উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন।
প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা ইব্রাহিম আল হাদি।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আল-আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হযরত মাওলানা ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি সহকারি অধ্যাপক মনিরুল ইসলাম।