শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় রাস্তা কেটে মাছ ধরাকে কেন্দ্র করে মো.শাহিন খান নামের এক ইউপি সদস্যকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আবদুল মালেক খানের বাড়ীর পুর্ব পাশে এ ঘটনা ঘটে।
আহত ইউপি সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ইউপি সদস্য মো.শাহিন খান।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার উত্তর চেঁচরী গ্রামের দুলাল খান ও তার লোকজন সম্প্রতি মাছ ধরার জন্য চলাচলের একটি রাস্তা কাটে। শনিবার (১৯ অক্টোবর) সকালে ওই ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন খান রাস্তা কেটে মাছ ধরার বিষয় জানতে চাইলে এতে ক্ষিপ্ত হয় দুলাল খান ও তার লোকজন। এক পর্যায় দুলাল খান তার ছেলে মো.হাসিব খান, মো. হাসান খান, একই এলাকার উজ্জল ও রেজাউল মিলে মারধর করে ইউপি সদস্য শাহিনকে। মারধরের অভিযোগ অস্বীকার অভিযুক্ত দুলাল খান বলেন, ইউপি মেম্বার শাহিন খান ও তার লোকজন আমাদের ওপর হামলা করে।
থানার ওসি মংচেনলা জানান, ঘটনাটি মৌখিক শুনেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।