বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মো. মাহফুজুর রহমান গাজী। বুধবার (২৩ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন জেলা ছাত্রদল সভাপতি ও সম্পাদক বরাবর।
পদত্যাগ পত্রে মো. মাহফুজুর রহমান গাজী ব্যক্তিগত সমস্যা ও পেশাগত দায়িত্বের কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন। তবে দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি স্থানীয় রাজনীতিতে মতভেদ এবং সাংগঠনিক কার্যক্রমে নানা জটিলতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম তুষার বলেন, “মাহফুজুর রহমান গাজী দীর্ঘদিন ছাত্রদলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেছেন। আমরা তাঁর অবদানকে সম্মান জানাই এবং তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”
স্থানীয় রাজনীতিতে মো. মাহফুজুর রহমান গাজী’র সক্রিয় উপস্থিতি এবং সাংগঠনিক দক্ষতা ছাত্র রাজনীতিতে বিশেষভাবে নজর কাড়ে। তাঁর পদত্যাগে ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে চেঁচরী রামপুর ইউনিয়ন ছাত্রদলের পরবর্তী সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় দপ্তরের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে বলে জানা গেছে।
পদত্যাগের বিষয়ে মাহফুজুর রহমান গাজী বলেন, “আমি আমার ব্যক্তিগত সমস্যা ও পেশাগত দায়িত্বের কারণ দল থেকে পদত্যাগ করেছি”।