বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল মিয়াজীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার রাত ৮টার পর বটতলা বাজারে অভিযান চালিয়ে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড বা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ। তিনি জরিমানার টাকা দিতে অস্বীকৃত জানালে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তিনি জরিমানার টাকা ও মুচলেকা দিয়ে মুক্তি পান। উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজারে রাত আটটার পর মিটিং করায় নির্বাচনী আচরনবিধি লঙ্গনের দায়ে তাকে এ জরিমানা করা হয়।
একই অপরাধে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. এমাদুল হক মনিরের সমর্থকদের ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। এমাদুল হক মনিরের কর্মী সমর্থকরা রাত ৮টার পর কৈখালী বাজারে মিটিং করছিল।