মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় “অর্থনৈতিক শুমাররিতে তথ্য দিন, নুতন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪র্থ অর্থনৈতিক শুমাররির সুপারভাইজার ও গনণাকারীদের ৪দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় কাঁঠালিয়া মাধ্যমিক শিক্ষা অফিস সম্মেলন কক্ষ ও কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত দুই ভেন্যুতে প্রশিক্ষন কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন জোনাল অফিসার মো.জাহাঙ্গির হোসেন।
প্রশিক্ষনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার ও শুমারি সমন্বয়কারি মো.আবদুল্লাহ আল মামুন।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান আকন ও প্রধান শিক্ষক মাওলানা মজিবুর রহমান প্রমূখ।
উপজেলার ৬ ইউনিয়নে ১৬ জন সুপারভাইজার ও ৮১জন গনণাকারি এ প্রশিক্ষনে অংশ নিচ্ছেন।