মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

কাঁঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে শোক সভা

কাঁঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে শোক সভা

কাঁঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে শোক সভা

কাঁঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে সিডরে নিহতদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ শোক সভা অনুষ্ঠিত হয়। কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. মহসীন খান।

কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, সরকারি কাঁঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রাধান শিক্ষক মো. মিজানুর রহমান আকন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. শহীদুল আলম, সহসভাপতি মাওলানা খাইরুল আমিন, কোষাধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেন, আমুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নকিবুল ইসলাম ও মো. ইসরাফিল তালুকদার শুভ প্রমূখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ১৬ বছর পার হলেও আজ পর্যন্ত কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরের মানুষের দুর্ভোগ কমেনি বলে জানান। এখনকার মানুষের প্রাণের দাবি বিষখালী নদী তীরবর্তী ২৬ কিলোমিটার বেড়িবাঁধটি ১৭ বছরেও নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। দ্রæত সময়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণার দাবি জানান।

পরে সিডরে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana