রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

এনটিআরসিএ ২৮ হাজার শিক্ষক নিয়োগ দিতে চায়

এনটিআরসিএ ২৮ হাজার শিক্ষক নিয়োগ দিতে চায়

এনটিআরসিএ ২৮ হাজার শিক্ষক নিয়োগ দিতে চায়

অনলাইন ডেস্ক:

পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশের অনুমতি চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মাধ্যমে বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৮ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

কয়েক প্যাকেট ভি-রোল ফরম এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো শুরু হয়েছে।
মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হবে। চূড়ান্ত সুপারিশের অনুমতি চাওয়া হলেও নিয়োগ নিয়ে এক নিবন্ধনধারীর রিটের কারণে এই কার্যক্রম কিছুটা পেছাতে পারে। তবে বিলম্ব যেন না হয় সে জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সলিসিটারের মতামত চাওয়া হয়েছে। মন্ত্রণালয় ও সলিসিটারের অনুমতি পেলে দ্রুত চূড়ান্ত সুপারিশ করবে এনটিআরসিএ।

আরও পড়ুন : কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

উল্লেখ্য, সারা দেশে ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হলেও ভি-রোল ফরম পূরণ শেষে ২৮ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত অনুমোদন চাওয়া হয়েছে। এ ছাড়া ৯০০ শর বেশি প্রার্থীকে ভি-রোল ফরম পূরণের জন্য আগামী ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ১০ আগস্টের মধ্যে যেসব প্রার্থী ভি-রোল ফরম পূরণ করে জমা দেবেন, তাঁদের চূড়ান্ত সুপারিশে বিবেচনা করা হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana