মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজাপুর উপজেলা ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের আয়োজনে জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফয়সাল এর সভাপতিত্বে ও রাজাপুর যুব অধিকার পরিষদের আহব্বায়ক রহমাতুল্লাহ’র সঞ্চচলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব আবু সাঈদ মুসা।
তিনি বলেন, বাংলাদেশে প্রতিটা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায় বিচারের ব্যবস্থা আছে তারপরও মানুষ কেন প্রধান মন্ত্রীর কাছে বিচার চায়? কারন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায় কোনো বিচার পায়না। এদেশে কোনো সুষ্ঠ বিচার নেই, তারপরও মানুষ আবেগের কারনে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেও কোনো সুষ্ঠ বিচার পায় না। তিনি সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনা মূলক নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের ঢাকা উত্তরা যুগ্ন আহব্বায়ক মাহিম হাওলাদার বসির, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক রুবেল, রাজাপুর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, রাজাপুর উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ন-আহব্বায়ক রেজাউল করিম রাজু, রাজাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাঈম হাসান ঈমন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ন আহব্বায়ক রুবেল, মাহমুদ, মো. মোস্তফা, যুব অধিকার পরিষদের যুগ্ন সদস্য সচিব ইমরান খান, মো. নাছির, মো. রিয়াদ, রাজাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, উপজেলা যুব অধিকার পরিষদের কার্যনির্বাহী সদস্য মো. ওসমান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম হৃদয় প্রমুখ।