শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এ বছর এইচএসসি পরীক্ষায় উপজেলায় সেরা ঐহিত্যবাহী আমুয়া শহীদ ডিগ্রি কলেজ।
এ প্রতিষ্ঠান থেকে এ বছর ১শ ৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। কৃতকার্য হয়েছে ১শ ১৫ জন। পাশের হার ৬০ শতাংশ। জিপিএ- ৫ পেয়েছে দুই জন।
বিজ্ঞান বিভাগ থেকে ২৩জন অংশ নিয়ে পাশ করেছে ১১জন। মানবিক বিভাগ থেকে ১শত ৫৫জন অংশ নেয়, পাশ করে একশ জন এবং ব্যবসায় শিক্ষা ১৯ শিক্ষার্থী অংশ নিয়ে ৪জন পাশ করেছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম বলেন, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদে প্রচেস্টায় এ ফলাফল করা সম্ভব হয়েছে। তিনি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।