বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচনে কাঠালিয়ায় তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

উপজেলা পরিষদ নির্বাচনে কাঠালিয়ায় তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

সাকিবুজ্জামান সবুর:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ঝালকাঠির কাঠালিয়ায় তিন পদে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মোট ১৬ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আজ বৃহস্পতিবার (০২ মে) বিকাল ৪টা পর্যন্ত ১৬জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. নেছার উদ্দিন। এ উপজেলায় ৩য় ধাপে আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো. গোলাম কিবরিয়া সিকদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মো. আবদুল জলিল হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. তরুন সিকদার ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, মোহাম্মদ আবদুল জলিল মিয়াজী, মো. মনিরুজ্জামান গোলদার, অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম, গৌতম চন্দ্র মন্ডল, মো. রেজাউল করিম সাদ্দাম ও সৈয়দ মাইনুল হোসেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, মোসাঃ সাহিদা আক্তান বিন্দু, মোসাঃ শাহানাজ বেগম, মোসাঃ শেফালী বেগম ও নাজমিন আক্তার তুলি।

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের মনোনয়ন পত্র অনলাইনে আজ ০২ মে ২০২৪ তারিখ বিকেল ৪টা পর্যন্ত দাখিল করার সময় দেয়া হয়। আগামী ৫ মে প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাচাই করবেন রিটার্নিং অফিসার। ৬-৮ মে মনোনয়নপত্র বাচাইয়ে রিটানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধ আপিল করতে পারবেন প্রার্থীরা। আপিল নিস্পত্তি ৯-১১ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪০টি ও ভোটার কক্ষের সংখ্যা ২৬৩টি। এছাড়া মোট ভোটার রয়েছেন ৯৫৭৯১জন । যার মধ্যে পুরুষ ভোটার ৪৮৯৬২জন, নারী ভোটার ৪৬৮২৭জন ও তৃতীয় লিঙ্গের ০২জন।

নির্বাচনের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন : www.kathaliabarta.com অথবা ফলো করুন : Kathalia Barta ফেসবুক পেজ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana