মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ,আকনের হাট, সাতানি বাজার, জাংগালিয়া ও উওর আওরাবুনিয়া এলাকায় ঘুরে ঘুরে বাড়িতে গিয়ে নগদ অর্থ ও ঈদ সামগ্রীর তুলে দেন৷ ঈদ সামগ্রী মধ্যে ছিলো- সেমাই, দুধ, ট্যাংক, চিনি, সাবান, মেহেদি।
বিতরণকালে উপস্থিত ছিলেন আশার আলো ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সৈয়দ রায়হান উল্লাহ্। সিনিয়র সদস্য মোঃ রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুল হান্নান, পলাশ শরিফ, আব্দুল্লাহ্ সাকিল, হাসান হাওলাদার, রনি মোল্লাহ্, আবু নাইম, সৈয়দ সিয়াম, রাকিব, সজিব, নাদিম।