মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
প্রতিবেদক, সাকবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় মায়ের সাথে অভিমান করে কীটনাশক ট্যাবলেট খেয়ে (চালের বিষনাশক ট্যালেট) আতœহত্যা করেছে অযুফা আক্তার তামান্না নামের এক মাদ্রাসা শিক্ষাথী। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অযুফা আক্তার তামান্না (১২) ওই গ্রামের ব্যবসায়ী আবদুল মালেক মুন্সির মেয়ে ও স্থানীয় উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাযিল মাদ্রাসার দাখিল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার। খবর পেয়ে পুলিশ লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
জানাগেছে, অনিয়মিত গোসল ও খাওয়া নিয়ে তামান্নাকে বকাঝকা করেন তার মা। এতে অভিমান করে সবার অজান্তে ঘরে থাকা কীটনাশক ট্যাবলেট খেয়ে ফেলে। রাত ১১টার দিকে অসুস্থ্য হয়ে পড়ে ওই শিক্ষার্থী। এসময় ডাক চিৎকার দিয়ে বলে, “আমি বিষ খেয়েছি আমাকে বাঁচাও”। স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ওই শিক্ষার্থী।
সহপাঠি মরিয়ম আক্তার জানান, তামান্না ভদ্র ও শান্ত স্বভাবের ছিল। পড়াশোনায় মনযোগী ছিল। তার মৃত্যুতে একজন ভালো সহপঠিকে হারালাম। কেন যে, আতœহত্যা করলো বুঝতে পারছিনা।
স্থানীয় ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মো. পনির হাওলাদার জানান, রাত ১টার দিকে খবর পেয়ে ওই বাড়ীতে যাই। নিহতের পরিবারকে শান্তনা এবং পুলিশকে খবর দেই।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সিদ্দিকুর রহমান জানান, তামান্না মেধাবী ছিল। রোববারও সে মাদ্রাসায় এসেছিল। তার অকাল মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীরা মর্মাহত।
থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, খবর পেয়ে লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে।