রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার

আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের ধরপাকড়ের ধারাবাহিকতায় এবার গ্রেফতার হলেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা আনোয়ার হোসেন মঞ্জু।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এই আন্দোলনে দেশজুড়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং পুলিশের গুলিতে হাজারের কাছাকাছি মানুষ নিহত হন। এসব ঘটনায় ইতোমধ্যে সারাদেশে কয়েক শ মামলা হয়েছে। সেই মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের।

পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাদেরও গ্রেফতার করা হচ্ছে। ইতোমধ্যে এই জোটের শীর্ষ নেতাদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গ্রেফতার হয়েছেন। তাদের দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গ্রেফতারের পর সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তাকে পুলিশ আদালতে তুলতে পারে বলে জানা গেছে। অন্যান্য নেতাদের ধারাবাহিকতায় তারও রিমান্ড আবেদন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের ছয়বারের সংসদ সদস্য। তবে গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো পরাজিত হন।

প্রখ্যাত সাংবাদিক প্রয়াত তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সন্তান আনোয়ার হোসেন মঞ্জু এরশাদের জাতীয় পার্টির মহাসচিব ছিলেন। পরবর্তী সময়ে তিনি জাতীয় পার্টি-জেপি নামে আলাদা দল করেন। মঞ্জু ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর গঠিত ৭৬ সদস্য বিশিষ্ট বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের একজন ছিলেন। তিনি ১৯৯৬-২০০১ সময়কালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন প্রদান করেন এবং সেসময় বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন।

২০০৮ সাল থেকে তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা। শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদেও ছিলেন তিনি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana