শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ‘স্টাইল’ চুলের কাটিং দেওয়ায় এক কিশোরের মাথা ন্যাড়া করে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার আমিরাবাদ বাজারের একটি সেলুনে এ ঘটনা ঘটে। রাতে ওই কিশোরের বাবা অভিযুক্ত মো. হায়দার হাওলাদারের (৬০) বিচার দাবি করে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
অভিযুক্ত হায়দার আলী মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক শাহিনের চাচা। ভুক্তভোগী কিশোর ওই এলাকার এক অটোরিকশাচালকের ছেলে এবং স্থানীয় মগড় দাখিল মাদরাসায় নবম শ্রেণিতে পড়ে। কিশোরের বাবা জানান, সোমবার সকালে তাঁর ছেলে দোকানে ‘স্টাইল’ করে চুলে কাটিং দেয়।
পরে সে বাড়িতে ফেরার পথে স্থানীয় হায়দার হাওলাদার হৃদয়ের চুলের কাটিং দেখে ক্ষিপ্ত হন। পরে তাকে আমিরাবাদ বাজারের দেব কুমার শীলের সেলুনে মেশিন দিয়ে মাথার চুল সম্পূর্ণ ন্যাড়া করে দেন হায়দার। এ সময় তাকে হায়দার মারধরও করেন।
চুল ন্যাড়া করার কথা স্বীকার করে হায়দার হাওলাদার বলেন, ‘ছেলেটি অল্প বয়সে উগ্র স্টাইলে চুল কাটায় একটু শাসন করেছি। একটু শাসন না করলে শিশু-কিশোররা নষ্ট হয়ে যাবে।’
মগড় ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘এ ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে সঠিক বিচার করা হবে।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘কিশোরের চুল ন্যাড়া করে মারধরের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’