শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু

হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে হিটস্ট্রোকে মোহাম্মদ শাহ-আলম (৫০) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মোহাম্মদ শাহ-আলম হিটস্ট্রোক করেছিলেন বলে জানান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।

মোহাম্মদ শাহ-আলম পুলিশের ঢাকা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফলে।

স্বজনরা জানান, গত শনিবার পুলিশ সদস্য মোহাম্মদ শাহ-আলম ছুটিতে গ্রামের বাড়ি বাউফলে যান। সোমবার রাতে ৯টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে বাউফল হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে বরিশালে পাঠানো হয়।

আরও : ভোগাচ্ছে জমে থাকা তাপ

পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, তিনি তীব্র গরমে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana