সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে কাঠালিয়ায় বিক্ষোভ সমাবেশ

হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে কাঠালিয়ায় বিক্ষোভ সমাবেশ

মুসলমানদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং হযরত আয়েশা (রাঃ) কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক কটুক্তি ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বটতলা বাজার জামে মসজিদের মুসুল্লিরা। গতকাল বৃহস্পতিবার আছার নামাজবাদ বটতলা বাজার জামে মসজিদ কমিটি ও বাজার ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করে।

এসময় মুসল্লিরা বলেন, বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবী জানান।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana