বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের বাগড়ি ধানসিঁড়িটি তীর এলাকায় শাহিন সিকদারের চাষকৃত প্রায় ৬০ শতাংশ জমির ফুল ও ফলসহ সূর্যমূখীর গাছ লবন দিয়ে এবং ক্ষেতে ছাড়ল চড়িয়ে ক্ষতিসাধন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শাহিন সিকদার বাদি হয়ে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, শাহিন সিকদার স্থানীয় ইউনুছ মৃধা, মুরাদ গাজী, হালিম সিকদারের কাছ থেকে নগদ টাকায় জমি লিজ নিয়ে সূর্যমুখি, ভুট্টার চাষ করেন। শাহিন চাষ করার সময় প্রতিপক্ষ জাকির মৃধা তাকে বাধা প্রদান করে। ওই সময় বিবাদীর সাথে তার অনেক কথা কাটাকাটি হয়। তখন ফসল হলে ঠিকমত ফল পাবে হুমকি প্রদান করে। বর্তমানে ফসলের গাছ হওয়ার ছাল দিয়ে কৃষি ফসল খাওয়াইয়া নষ্ট করে ফেলে এবং শত্রুতামুলক ফসলে লবন দেয়ায় চাষকৃত সূর্যমুখি গাছগুলো মরে যাচ্ছে। শাহিন সিকদার এ ঘটনার কঠোর বিচার দাবি করেছেন।