সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

সমাজসেবা কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল

সমাজসেবা কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন চৌধুরীর ঘুষ গ্রহণের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এতে এলাকায় বেশ সমালোচিত হয়েছেন ঐ কর্মকর্তা।

সোমবার (১০ এপ্রিল) ৪ মিনিট ৩৪ সেকেন্ডের ঘুষ নেওয়া ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নলছিটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিভিন্নজনের ফেসবুক আইডিতে ওই ভিডিওটিতে দেখা যায়। তাতে কমেন্ট বক্সে উপজেলা সমাজসেবা কার্যালয় সম্পর্কে অনেকে লিখেছেন ‘ঘুষ ছাড়া কোনো কাজ সম্ভব হচ্ছে না।’

ঘটনার সন্ধান করতে গেলে যে তথ্য পাওয়া যায় তাহলো, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের কায়েদাবাদ জামিয়াই আযীযিয়া  এতিমখানার পরিচালক আব্দুল জলিলের কাছ থেকে তার অফিস সহায়ক ফারুক হোসেন ১ হাজার টাকা, আরেক পিয়নকে ৫০০ টাকা এবং সমাজসেবা কর্মকর্তা ৩ হাজার ৫০০ টাকা উৎকোচ নিয়েছেন। যা ঐ ভিডিওটি দেখে এমনটাই প্রমান মেলে।

তবে অভিযোগের বিষয় জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আমার দপ্তরের পিয়নকে কিছু কাগজ ফটোকপি করার জন্য ৫০০ টাকা দিয়ে গেছে এতিমখানার লোকজন। আর আমার টেবিলের উপর রাখা ফাইলের ভিতর যে টাকার ভিডিও আপনারা দেখেছেন সেটা আমার অন্য টাকা।’

ঝালকাঠি সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক শাহপার পারভীন বলেন, বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana