সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রীয় ভাবে এক দিনের শোক ঘোষনা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। আজ শুক্রবার রাষ্ট্রীয়ভাবে এক দিনের এ শোক ঘোষনা করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের ইন্তকালে শনিবার (১৪ মে) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে। এ উপলক্ষে বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি- বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশের মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সেই সাথে তার রুহের মাগফিরাত কামনায় দেশের সকল মসজিদ বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তি তামনার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।