সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভা গত সোমবার সকাল ১০টায় মৌলভী নিজাম উদ্দীন সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার।
বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ফেসিলেটর এলজিএসপি গৌরঙ্গ কুন্ড। বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদ সচিব মো.আশরাফুল ইসলাম।
এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।