সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
শোক সংবাদ :
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি সাবেক সাধারণ সম্পাদক, ৪২নং আনইলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কাঠালিয়া সদর ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) সাবেক সভাপতি আলহাজ্ব মো. আবদুল রাজ্জাক আকন ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার বিকাল ৫টায় কাঠালিয়া সদর ফাযিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।