সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেনের পিতা ও সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মো. হজরত আলী (৯০) বার্ধক্যজনিত কারণে আজ রবিবার সকালে নিজ বাড়ি আমুয়া গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্ন ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই কন্যাসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন আমুয়া ছোনাউটা দাখিল মাদ্রাসার সভাপতি ছিলেন। তাকে বিকাল সাড়ে ৪টায় আমুয়া ছোনাউটা দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সমীর কুমার সাহা, উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম।