মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

শেখ হাসিনার শোষণ থেকে জাতি শিক্ষা নেবে : গোলাম পরওয়ার

শেখ হাসিনার শোষণ থেকে জাতি শিক্ষা নেবে : গোলাম পরওয়ার

ঝালকাঠি প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ হাসিনা কিভাবে হায়েনার মতো মানুষের উপর নির্যাতন, নিষ্পেশন ও শোষণ চালিয়েছিল, তা থেকে জাতি শিক্ষা নেবে। গুম, খুন, অপহরণ, আয়নাঘরের মাধ্যমে মানুষের নাভিশ্বাস উঠেছিল, হাসিনা সরকারের বিরুদ্ধে। সেই গণঅভিশাপে এবং আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এ রক্তঝরা ইতিহাস জাতির জন্য যুগযুগ ধরে মাইল ফলক হিসেবে থাকবে।

আজ মঙ্গলবার ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থপ্রদান ও ছাত্র-জনতা ঐক্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের ক্রান্তি লগ্নে ছাত্ররাই তাজা রক্ত দিয়ে দ্বিতীয়বারে দেশ স্বাধীন করেছে। আমরা ওই সব শহীদ পরিবারের পাশে আছি। যারা সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, ভাই হারিয়েছে তারা হাহাকার না করে মৃত্যু অনিবার্য সেটা মানতে হবে। বুকের কষ্টকে পাথর চাপা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যাতে শহীদদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

তিনি আরো বলেন, ‘দেশের মধ্যে নানা ষড়যন্ত্র চলছে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কোনো লীগই ষড়যন্ত্র করে এ দেশের ক্ষতি করতে পারবে না।

তিনি বলেন, যে হাসিনা সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছে মহান আল্লাহতায়ালা সেই হাসিনাকে দেশ থেকে বিদায় করে দিয়ে, জামায়াত শিবিরকে এ দেশের মাটিতে প্রতিষ্ঠিত করেছে। যারা শহীদ হয়েছে তারা তো চলে গেছে, তাদের দেয়ার কিছু নেই। তাদের পরিবারের কাছে গিয়ে সান্ত্বনা দিতে এসেছি। তাদের পরিবার বিপদে-আপদে পড়লে পাশে গিয়ে দাঁড়াবো এবং জামায়াতের লোকজন সবসময় তাদের পাশে থাকবে। ইনশাআল্লাহ।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, পিরোজপুর সাইদী ফাঊন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বক্তব্য রাখেন ।

ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক নেতা ও বরিশাল বিএম কলেজের সাবেক এজিএস শেখ নেয়ামুল করীম, শহীদ নাইমের পিতা মো. কামরুল ইসলাম, কাঠালিয়া উপজেলা আমির মাস্টার মজিবুর রহমান, কাঠালিয়া উপজেলা সেক্রেটারি অধ্যাপক মো. সাইদুর রহমান, সদর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার, পৌর সেক্রেটারী শাহাবুদ্দিন খলিফা প্রমুখ।

আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ঝালকাঠির আট শহীদ পরিবারের মাঝে ১৬ লাখ টাকার আর্থিক সহায়তা দেয়া হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana