শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
বেতাগী প্রতিনিধি:
বেতাগী উপজেলায় গত সোমবার দিবাগত রাতে হঠাৎ ডাকাতের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাতির ভয়ে বহু মানুষের নির্ঘুম রাত কাটে। বিশেষ করে উপজেলার বিষখালী নদীতীরবর্তী গ্রামগুলোর মানুষের মধ্যে ডাকাত আতঙ্ক ছিল সীমাহীন।
গভীর রাতে হঠাৎ করেই ‘ডাকাত ঢুকেছে’ গুজব ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মসজিদে মাইকিং করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার কচুয়া ফেরিঘাট এলাকায় লোকজনসহ একটি ট্রলার আসে। স্থানীয়ভাবে তখন ছড়িয়ে পড়ে নদীতে ডাকাত এসেছে। ডাকাত ঢুকেছে এমন সন্দেহে শৌলজলিয়া ইউপি চেয়ারম্যান ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান। এই খবরটি ফেসবুকে ছড়িয়ে পড়লে পুরো বেতাগী উপজেলা জুড়ে আতঙ্ক তৈরি হয়। এ সময় এলাকার মসজিদে মসজিদে মাইকিং করে সবাইকে সতর্ক থাকতে বলা হয়। ডাকাত ঢুকেছে এমন খবর পেয়ে এলাকার মানুষ জড়ো হয়ে লাঠি নিয়ে রাস্তায় অবস্থান নেন। ডাকাতের আতঙ্কে সারা রাত এলাকা পাহারা দেন তাঁরা।
উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ফুলতলা গ্রামের শহিদুল ইসলাম বলেন, ‘রাতে এলাকায় ডাকাত ঢুকেছে বলে বিভিন্ন স্থান থেকে খবর পাওয়ার পর আমরা স্থানীয়দের সজাগ রাখতে মসজিদ থেকে মাইকিং করি।’
উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা ও বেতাগী ডিগ্রি কলেজের শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘রাত ১২টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, এলাকায় ডাকাত ঢুকেছে, সবাই যেন সতর্ক থাকি। পরে নিশ্চিত হই যে এটা গুজব ছিল।’
ওসি শাহ আলম হাওলাদার জানান, রাতে কোথাও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। এটা গুজব। তবে এই গুজবের কারণে রাতে পুলিশ বাড়তি টহলের ব্যবস্থা করেছিল।