মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন

রাজাপুরে সেতুর হাতলসহ কিছু অংশ ভাঙচুর ও চলাচলে বাধার অভিযোগ

রাজাপুরে সেতুর হাতলসহ কিছু অংশ ভাঙচুর ও চলাচলে বাধার অভিযোগ

রাজাপুরে সেতুর হাতলসহ কিছু অংশ ভাঙচুর ও চলাচলে বাধার অভিযোগ

রাজাপুর প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরের রোলা-হাজিরহাট সড়কের বারবাকপুর এলাকায় চলাচলের ব্যক্তি উদ্যোগে নির্মান করা বাশ কাঠের সেতুর হাতলসহ কিছু অংশ ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। স্ট্রোক করে প্যারালাইস্টের রোগী সাবেক শিক্ষক আবু হানিফ শরীফের ছেলে শাকিল শরীফ জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ কয়েকজনের অনুমতি নিয়ে যাতায়াতের সুবিধার জন্য তাদের বাড়ির সামনের সরকারি খাল ও সড়কে ব্যক্তি উদ্যোগে বাশ ও কাঠের পুল নির্মান করে দু বছর ধরে যাতায়াত করছেন।

কিন্ত প্রতিপক্ষরা ওই পুলের সড়কের পাশের পুলের দুপাশের বাশের হাতল, সামনের কাঠের চালা ভেঙে ফেলেছে। চলাচলে বাধা ও হুমকি দিচ্ছে। এতে ৯ পরিবারের ভোগান্তি হচ্ছে। তার বাবা অসুস্থ তাকে থেরাপি দিতে নেয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে সদর চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছেন। পুলিশ প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারগুলো। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষে ইসমাইল হোসেন দাবি করেন, এজমালি রাস্তার জমি দখল করে ঢাল নির্মান করায় চলাচলে সমস্যা হচ্ছিল তাই কাঠের মাচান সরিয়ে ফেলা হয়েছে। বাড়ি নির্মানের সময় সেতুটি তৈরি করা হলেও কাজ শেষে সরানোর কথা কিন্তু তারা এখন সরাতে চাচ্ছে না। রাজাপুর সদর চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন জানান, বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে সমাধানের জন্য বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana