মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে রূপান্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক মজিবুর রহমান মৃধার সভাপতিত্বে ও রুপান্তর-অপরাজিতা’র উপজেলা সমন্নয়কারী নাসরিন সুলতানা মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি (এরশাদ) রাজাপুর উপজেলা সাধারন সম্পাদক মনিরুজ্জামান রেজওয়ান, জেলা ছাত্রদলের সদস্য আল ইমরান, সাইডো’র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহম্মেদ, রুপান্তর এর জেলা প্রকল্প কর্মকর্তা সুরঞ্জিত দাস, ইউপি সদস্য ইয়াসমিন মুন্নি, লাভলী আক্তার ও রোজিনা বেগম প্রমূখ।
অনুষ্ঠিত সভায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।