শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

রাজাপুরে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজাপুরে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে ‘অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে’ রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় রাজাপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন বলেন দেশের অর্ধেক জনগোষ্ঠি নারীকে পিছনে ফেলে ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন করা সম্ভব নয়। নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসে বঙ্গবন্ধুর সোনারবাংলা বিনির্মাণ করতে হবে।
আরও বক্তাব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির নেতা সুলতান আহম্মেদ, ইউপি সদস্য নাজমা ইয়াছমিন মুন্নি, সাংবাদিক আলমগীর শরীফ,
এছাড়ও অনুষ্ঠানে উপস্থিতিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের সদস্য নাসরিন সুলতানা মুন্নি, সহ এনজিও, সংবাদকর্মী ও অপরাজিতা নারীরা।
আয়োজিত এ মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবী তুলে ধরেন অপরাজিতা নারীরা। অনুষ্ঠান পরিচালনা করেন রূপান্তরের জেলা কর্মকর্তা সুরঞ্জিত দাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana