বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন

রাজাপুরে মৎস্য জীবীদের মাঝে বকনা গরু ও ছাগল বিতরণ

রাজাপুরে মৎস্য জীবীদের মাঝে বকনা গরু ও ছাগল বিতরণ

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষনে ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্যজীবীদের মাঝে বকনা গরু, ছাগল, উপকরণ ছাগলের খোয়ার, খাবার গমের ভুষি, ঔষধ ও জাল বিতরণ করা হয়েছে।

বুধবার ১লা মার্চ দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন। উপজেলা মৎস্য অধিদপ্তর এ আয়োজন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোজ্জামেল হক।

উল্লেখ্য ২০ জনকে একটি করে বকনা গরু, ২০ জনকে দুইটি করে ছাগল, একটি ছাগলের খোয়ার, ছাগলের খাবার ১৫ কেজি গমের ভুষি, ঔষধ এবং ৫জন করে ৮টি গ্রুপে ৮টি ইলিশ মাছ ধরার জাল বিতরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana