শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে লাভলী বেগম (৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে উপজেলার কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাভলী বেগম ঐ এলাকার মো. দেলোয়ার গাজীর স্ত্রী।
নিহতের স্বামী মো. দেলোয়ার গাজী জানায়, সকালে মুরগী ছাড়ার সময় রান্নাঘরের বিদ্যুতের লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন লাভলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
রাজাপুর থানা ওসি (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স