বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন
সাইদুল ইসলাম, রাজাপুর:
ঝালকাঠির রাজাপুরে একটি বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। এ সময় একই ঘরে থাকা শিশু সন্তানসহ তিনজনকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়। শনিবার (২০ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলার দক্ষিণ তারাবুনিয়া (চান্দেরবাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার মৃত. জোহর আলী হাওলাদারের ছেলে ফোরকান হোসেন (৫৫) ও পুত্রবধু মাহিনুর বেগম (৪৫)। এ ঘটনায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, ইউএনও নুসরাত জাহান খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা সহ জেলা ও বিভাগীয় পুলিশের সিআইডি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও নিহতের বড় ভাই সেলিম জানান, ছোট ভাই রুবেল হাওলাদার ঢাকা একটি কোম্পানিতে চাকুরী করেন। তিনি বাড়িতে নতুন একটি বিল্ডিং করেন এবং সেখানে রুবেলের স্ত্রী মাহফুজা, শিশু কন্যা সারামনি, বড় ভাই ফোরকান হোসেন, ভাবি মাহিনুর বেগম ও ভাতিজা মাইনুল বসবাস করেন। তারা প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া দাওয়া শেষ করে ভবনের তিনটি রুমে আলাদা আলাদা সকলে ঘুমিয়ে ছিলেন। পরেরদিন শনিবার সকাল ১১ টা অবধি তারা কেউ ভবনের দরজা না খোলা এবং ফোন না ধরলে সন্দেহ দানা বাধে। এরপরে ছাদের গেট ও জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স¦জনেরা ফোরকান ও মাহিনুর দম্পতির নিথর মৃতদেহ দেখতে পায় এবং অজ্ঞান অবস্থায় পরে থাকা মাহফুজা ও তার শিশু সন্তান সারামনি এবং মৃত দম্পতির ছেলে মাইনুলকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। তবে ভবনের দুইটি রুমে এসি থাকলেও তার ইনডোর ও আউটডোর ইউনিট ছিলো অক্ষত। বৈদ্যুতিক সট সাকিট কিংবা বিস্ফোরনের দৃশ্যমান কোন আলামত চোখে পরেনি। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে এসি থেকে আর-২২ / আর-৪১০ গ্যাস নির্গত হয়ে এই পরিস্খিতি সৃষ্টি হতে পারে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: আমির হোসেন জানান, তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনজনের অবস্থাই আশংকামুক্ত রয়েছেন। তার স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলে তাদেরকে নিয়ে গেছেন।
এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় একজন আহতের বরাত দিয়ে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এসি থেকে বিস্ফোরন হলে গ্যাস নির্গত হয়ে ভিতরে অবস্থানরত ২ জন মারা যায় এবং ৩ জন জ্ঞান হারিয়ে ফেলে। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত ঘটনার বিষয়ে চুরান্ত ভাবে কিছু বলা যাচ্ছেনা। মৃতদের লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে।