মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে পৃথক দুই অভিযানে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী মো. নাসির উদ্দিন হাওলাদার (৪৫) ও মো. শাওন হাওলাদার (২১) কে গ্রেপ্তার করেছে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তারের সদস্যরা।
মঙ্গলবার সকালে উপজেলা সদরের ডাকবাংলা মোড় ও উত্তর উত্তমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় নাসিরের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও শাওনের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নাসির উপজেলা সদরের ডাকবাংলা মোড় এলাকার মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে। শাওন উত্তর উত্তমপুর এলাকার মৃত হুমায়ুন কবির হাওলাদারের ছেলে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মঙ্গলবার দুপুরে দুই জনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা (মামলা নম্বর ১২, ১৩) রুজু করে আসামিদের আদালতে পাঠিয়েছে।