শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন
রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাগড়ী বাজার এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যাবসায়ী মাসুদ হাওলাদারকে (৩৫) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৪ জানুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২৫ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মাসুদ উপজেলার সদর ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার আঃ হাই এর ছেলে।
ডিবি পুলিশের পরিদর্শক মাঈনউদ্দিন জানান, রবিবার সন্ধা ৬ টায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম বাঘড়ী বাজারস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। তখন ১২৫ পিস নেশা জাতিয় ইয়াবা ট্যাবলেট সহ ঐ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ডিবি পুলিশ আরও জানান, আটককৃত মাসুদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, মাসুদের বিরুদ্ধে এর আগে ০১টি হত্যা মামাল ও ৩টি মাদক মামলা রয়েছে।