রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে চিহ্নিত মাদক কারবারি মো. নাসির উদ্দিন হাওলাদার ওরফে পাইপ নাসির (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সাউথপুর এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। নাসির উপজেলা সদরের পূর্ব রাজাপুর এলাকার মৃহ মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বুধবার রাতে নাসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে সে মাদকের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার নাসিরকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।