সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

রাজাপুরে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৬জন আহত

রাজাপুরে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৬জন আহত

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৬জন আহত হয়েছে। এবং ফাতেমা নামের একজন গৃহবধূর ডান হাতের আঙ্গুল কুকুরে কামড়ে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার সাতুরিয়া গ্রামে এ ঘটনা। একটি কুকুরে সবাইকে কামড়ে আহত করেছে। পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে। কুকুরের কামড়ে আহতরা হলেন, সাতুরিয়া গ্রামের মো. হালিম হাওলাদারের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী মোসা. নাবিলা আক্তার (১৬), মো. ইকবাল এর ছেলে মো. ইমন (১৬), মৃত মো. সিরাজ হাওলাদারের ছেলে মো. নজরুল ইসলাম নজু (৫৫), মো. কবির হাওলাদারের মেয়ে মোসা. সুমাইয়া বয়স (১৮) ও তার স্ত্রী এবং নৈকাঠি গ্রামের মহিদুল হাওলাদারের স্ত্রী মোসা. ফাতেমা বেগম (২৭)।

সাতুরিয়া গ্রামের প্রত্যক্ষদর্শী মো. খায়রুল ইসলাম বলেন, বিকেল হঠাৎ একটি কুকুর পাগলের মতো হয়ে ৬জনকে কামড়ে আহত করেছে এবং একজনের ডান হাতের আঙ্গুল কামরে নিয়ে গেছে। পড়ে এলাকা বাসী সবাই একত্রে হয়ে কুকুরটিকে মারা হয়েছে। আহতের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

রাজাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আকরাম হোসেন নিশাদ বলেন, আহতদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana