বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

রাজাপুরে আইনশৃঙ্খলার অবনতি: বেড়েছে চুরি-ডাকাতি, জনমনে আতঙ্ক

রাজাপুরে আইনশৃঙ্খলার অবনতি: বেড়েছে চুরি-ডাকাতি, জনমনে আতঙ্ক

সাইদুল ইসলাম, রাজাপুর:

ঝালকাঠির রাজাপুরে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আশঙ্কাজনকহারে বেড়েছে চুরি-ডাকাতি। নাকের ডগায় এসব ঘটনা ঘটলেও কিছুতেই চোর- ডাকাতদের আটকাতে পারছে না পুলিশ প্রশাসন। আর এ সুযোগে চোর- ডাকাতরা দিন দিন বেপরোয়া হয়ে ওঠেছে। ফলে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় ও সরকারি কোয়ার্টারে চুরি, ডাকাতি, এখন নিত্যদিনের ঘটনা। পুলিশি তৎপরতা না থাকায় বেড়েছে চুরি-ডাকাতি।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার ভবনের সামনে সরকারি কোয়ার্টারে দিন-দুপুরে ঘটেছে চুরির ঘটনা। এসময় সরেজমিনে গিয়ে দেখা যায়, চোরের দল দুটি ভবন থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আনুমানিক ২-৩ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। তবে দুটি ভবনের আশেপাশে সিসি ক্যামেরা স্থাপন করা থাকলেও বেশিরভাগ সিসি ক্যামেরাই এখন বিকল হয়ে পড়ে আছে ফলে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জনগণ। এর আগে গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) উপজেলা সদরের বাইপাস মোড় সংলগ্ন সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু ও রাজাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহামুদা খানম এর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা তার স্ত্রী মাহামুদা খানম’কে অস্ত্রের মুখে জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালঙ্কার, ৫০ হাজার টাকা ও একটি দামি ঘড়ি লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর) সার্কেল মোঃ মাসুদ রানাসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে শিক্ষাবিদ ও সামাজিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শাহজাহান মোল্লা বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে পাশাপাশি পুলিশ প্রশাসনকে দায়িত্বশীল হতে হবে। তিনি আরও বলেন, জনমনে যে ভীতিকর অবস্থা তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্য পুলিশ প্রশাসন এলাকার জনগণকে সাথে নিয়ে কি করনীয় তা আলোচনা করতে হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana