মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:২০ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠিতে বাস দূর্ঘটনায় নিহত কৃষক ফারুক তালুকদারের মৃতদেহ কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে যায়।
শনিবার রাত ৯টার দিকে নিহত ফারুক তালুকদারের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। এসময় তার স্বজনদের কান্না ও আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। নিহত ফারুক তালুকদার (৪৮) ওই গ্রামের মৃত কাঞ্চন তালুকদারের ছেলে এবং তিন সন্তানের জনক। রবিবার সকাল ৯টায় নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।