সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
শোক বার্তা:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও উত্তর তালগাছিয়া গ্রামের বাসিন্দা আঃ জব্বার হাওলাদার (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)৷
আজ শুক্রবার (১৫ অক্টোব) সন্ধ্যা ৭টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে ষ্ট্রোকজনিত কারণে তিনি অসুস্থ ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুনগ্রহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার হাওলাদারের ভাইর ছেলে (ভাতিজা) ও জেপি নেতা অ্যাডভেকেট মো. এনামুল ইসলাম রুবেল জানান, শনিবার ( ১৬ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় মুন্সিরাবাদ বাজারে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।