শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কাঠালিয়ায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কাঠালিয়ায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

সাকিবুজ্জামান সবুর:

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি এবং তাঁর স্ত্রী হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নবীন জিন্দালের মন্তব্যের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ। আজ সোমবার বিকাল ৪টায় কাঠালিয়া সাব-রেজিষ্ট্রি অফিস চত্ত¡রে প্রতিবাদ সভা শেষে উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি প্রভাষক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল-আমিন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি ফয়জুল ইসলাম কারিমী।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদী, জমিয়তে হিযবুল্লাহর উপজেলা সভাপতি মাওলানা মো. আমির হোসেন ও সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস মিয়া, কাঠালিয়া বন্দর জামে মসজিদের ইমাম মাওলানা মো. মিজানুর রহমান, চিংড়াখালী মিয়াজী দরবার শরীফের পরিচালক আলহাজ্ব মাওলানা মো. মনিরুজ্জামান মিয়াজী, কাঠালিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আজিম সিকদার, মাওলানা মো. মিজানুর রহমান, মো. আব্দুস সালাম, মাওলানা মো. মিরাজুল ইসলাম, মাওলানা মো. ইব্রাহিম হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন জিন্দালের অবমাননাকর মন্তব্যের জন্য চলমান সংসদ অধিবেশনে রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা প্রস্তাব আনার আহ্বান জানান। এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

একই ঘটনার প্রতিবাদে গত কয়েকদিনে উপজেলার আমুয়া, বটতলা, বিনাপানি, আওরাবুনিয়া, মুন্সিরাবাদসহ বিভিন্ন এলাকায় তৌহিদী জনতা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana