বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃষ্টিতে ভিজে ভিজে জুলাই শহীদ ও আহতদের পরিবারের কাছে কোরবানির গোশত পৌঁছে দিচ্ছেন।
শনিবার হাসনাত তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায় তিনি ভিজে ভিজে কোরবানির গোশত পৌঁছে দিচ্ছেন জুলাই শহীদ ও আহতদের ঘরে ঘরে।
তিনি পোস্টে লেখেন, জাতীয় নাগরিক পার্টি (NCP), দেবিদ্বার
আমরা আমাদের জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ এবং ৬০ জন আহত ভাইবোনের পরিবারের সঙ্গে কোরবানির আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি। যে আদর্শে শহীদরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন, তা যেন আমরা সর্বদা হৃদয়ে ধারণ করি।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৪ জন শহীদ ও ৬০ জন আহত ব্যক্তির পরিবারের সদস্যদের জন্য চারটি গরু কোরবানি দেন তিনি।