মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কাঠালিয়ার একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল কাঠালিয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং কাঠালিয়ায় বিকল্প কর্মসংস্থান জন্য ছাগল, ছাগলের ঘর, খাবার ও ঔষধ বিতরণ কাঠালিয়ায় ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ১২৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৩৬ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন : বিএইচ হারুন কারা আসছেন ভান্ডারিয়ায় মঞ্চ মাতাতে! নলছিটির সুগন্ধা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রাজাপুরে ট্রলির চাপায় এক বৃদ্ধা মারা গেছেন, আহত হয়েছেন একজন টুঙ্গিপাড়া বাংলাদেশের অলিখিত রাজধানী- এমপি বিএইচ হারুন কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে

অনলাইন ডেস্ক:

চলতি বছরের দাখিল পরীক্ষা আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে। বৃহস্পতিবার দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

এই বছর তিন দিনে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সকাল ১০টায় শুরু হয়ে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। এমসিকিউ এবং সিকিউ (সৃজনশীল প্রশ্ন) অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

দাখিল পরীক্ষার ঘোষিত সময়সূচি অনুযায়ী, কোরআন মাজিদ ও তাজভিদ এবং পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা হবে প্রথম দিন (১৪ নভেম্বর) এবং ১৮ নভেম্বর হবে হাদিস শরিফের পরীক্ষা। আর ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ইসলামের ইতিহাস, রসায়ন (তত্ত্বীয়), তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিফজুল কোরআন গ্রুপ)। চারটি গ্রুপের বিষয় থাকলেও একেকটি গ্রুপের একজন পরীক্ষার্থীকে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে।

অন্যান্য বছর এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষা একই দিন শুরু হলেও এবারে দাখিলের সময়সূচি ঘোষণা হলেও এসএসসির সময়সূচি এখনো শিক্ষাবোর্ডগুলো ঘোষণা করেনি। তবে অন্যান্য বছরের মতো এবারও এসএসসি পরীক্ষা একই দিনে শুরু হওয়ার কথা রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta-2021
Design By Rana