সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
বরিশাল নগর পুলিশের সেবা কে আরো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মহানগর পুলিশে একের পর এক যোগ করছেন নতুন মাত্রা।
এরই ধারাবাহিকতায় সোমবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় পুলিশ লাইন্স মাঠ বরিশালে অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানা মোঃ আজিমুল করীম ও বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের হাতে নতুন যানবাহন হস্তান্তর করেন পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিক মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম , অপারেন্স এন্ড প্রসিকিউশন) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ আশরাফ আলী ভ‚ঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা জনাব খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা শাখা জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বারসহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।