সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
ঢাকা থেকে বরিশালগামী ইসলাম পরিবহন ও বরিশাল থেকে স্বরূপকাঠিগামী এসআর পরিবহনের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর কাশিপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহত মো. কালাম হোসেন এসআর পরিবহনের চালক এবং বরিশালের বাবুগঞ্জের মানিককাঠি এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, দূর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।