শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন
বরিশাল প্রতিনিধি:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়।
রোববার (৯জানুয়ারী) সকাল ১০ টায় গণভবন প্রান্ত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব) জাহিদ ফারুক এমপি, বরিশাল ৩ আসনের সংসদ সদস্য শাহে আলম এমপি, বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ এমপি, বরিশাল ৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রতনা, সংরক্ষিত নারী সংসদ সদস্য রুবিনা আক্তার মিরা, মেয়র বরিশাল সিটি কর্পোরেশন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার বরিশাল আমিন উল আহসান সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।