মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর ছবি আঁকা যার নেশা

বঙ্গবন্ধুর ছবি আঁকা যার নেশা

ঝালকাঠি প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে ছবি আঁকা যার এখন নেশা হয়ে গেছে তিনি হলেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সবুজবাগ এলাকার বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর বাবুল ব্যানার্জীর ছেলে বাপ্পা ব্যানর্জী (১৩)। তিনি সরকারি নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

রং তুলি আর পেন্সিল দিয়ে ছবি আঁকেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনাদর্শ অন্তরে ধারণ করেন বলেই তিনি বঙ্গবন্ধুর ছবি আঁকতে ভালোবাসেন। আর সেই ভালোবাসা থেকে মুজিব শতবর্ষে এঁকেছেন জাতির পিতার নানা আঙ্গিকের ছবি। এ বিষয়ে বাপ্পা ব্যানার্জী জানান, আমি ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালবাসি।

ছবি আঁকা আমার পেশা নয়, আমার নেশা হয়ে গেছে।তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে ভালোবেসে আমি বঙ্গবন্ধুর ছবি আঁকা শুরু করি।বঙ্গবন্ধুকে ধারণ করে বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই আমার এই প্রচেষ্টা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন একটা স্বাধীন বাংলাদেশের, একটা স্বনির্ভর বাংলাদেশের। তাই তাকে ভালোবেসে আমার ছবি আঁকা। আমি বড় হয়ে একজন চিত্র শিল্পী হতে চাই। বাপ্পার মা শিপ্রা ব্যানার্জী বলেন, আমার ছেলে নানা প্রতিভার অধিকারী হলেও সে বঙ্গবন্ধুর ছবি আঁকতে সবচেয়ে বেশি ভালোবাসে। বঙ্গবন্ধুর জীবনাদর্শ তার কাছে সেরা। আমরা তাকে নিয়ে গর্ববোধ করি।তার আঁকা অধিকাংশ চিত্রই হলো বঙ্গবন্ধুকে নিয়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana