মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় সাংবাদিক আমিনুল ইসলাম এর ফেসবুকে পোষ্ট দেখে এগিয়ে এলেন ইউএনও। ফেসবুক পোষ্টটি হল এই, সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করছি। কাঁঠালিয়া উপজেলার চেচঁরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেচঁরী গ্রামের জমাদ্দার হাট এলাকার, এতিম দুই ভাই বোন যাদের বাবা মা কেউ বেঁচে নেই, ভিক্ষায় চলে তাদের সংসার, তাদের নেই কোন ঘর, নেই কোন জমিজমা, সমাজের বিত্তবানরা এগিয়ে আসুন সাহায্যের হাত বাড়িয়ে দেই।
কাঠালিয়ায় বাবা-মা হারানো অসহায় এতিম মাইনুল ইসলাম এর হাতে ৫ হাজার নগদ টাকা তুলে দিয়েছেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নেছার উদ্দিন।
এছাড়া অসহায় এতিম দুই ভাই বোনের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারি অনুদানে একটি দোকান করে দেওয়াসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেন। এ প্রেক্ষিতে আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ৫ হাজার নগদ টাকা মাইনুল ইসলাম এর হাতে দেওয়া হয়।
এদিকে অনুদানের টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল হালিম, সাংবাদিক আমিনুল ইসলাম ও শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন প্রমুখ।