শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ৩জন নি’হ’ত কাঠালিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা কাঠালিয়া উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত কাঠালিয়ায় উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গণপদত্যাগ সরকারী কর্মচারীরা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশগ্রহণ বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা পদক”- ২০২৩ লাভ করেছেন টিএম শাহ্ আলম কাঠালিয়ায় বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের সমাবেশে : শাহজাহান ওমর দেশের সব থানার ওসি বদলের নির্দেশ ইসির হ্যাডম আছে বিধায় তো নেত্রী আমারে নমিনেশন দিছে : শাহজাহান ওমর ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বদল
প্রানী সম্পদের আসবাব পত্র বিক্রি হলো নিলাম ছাড়া

প্রানী সম্পদের আসবাব পত্র বিক্রি হলো নিলাম ছাড়া

প্রানী সম্পদের আসবাব পত্র বিক্রি হলো নিলাম ছাড়া

ঝালকাঠি প্রতিনিধি:

কোনরকম নিলাম ছাড়াই ঝালকাঠি প্রাণী সম্পদ বিভাগের জেলা কার্যালয়ের পুরাতন আসবাব পত্র ও সরঞ্জাম বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২০ আগষ্ট) বিকেল ৩টায় সরেজমিন প্রাণী সম্পদ কার্যলয়ে গিয়ে দেখা যায় অফিসের সব পুরাতন মালামাল ভ্যান গাড়িতে তোলা কোনরুপ নিলাম ও উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এ মালামাল বিক্রি করে দেওয়া হয়। খবর পেয়ে সংবাদ কর্মীরা সেখানে উপস্থিত হলে মালামাল রেখে ক্রেতা সটকে পরে।

ক্রেতা মো. লিটন জানান, তিনি প্রাণী সম্পদ বিভাগের জেলা কার্যালয়ের পুরাতন আসবাব পত্র ও সরঞ্জাম ক্রয় করেছেন। মালামালের মধ্যে রয়েছে কলাপসিবল গেট, ৭টা ফ্রীজ, ও ৪৬ টাকা দরে ৯০ কেজি জানালার গ্রীলসহ পুরতান অফিস সামগ্রী।

একটি সুত্র জানিয়েছে, জেলা প্রাণী সম্পদ হাসপাতালের নাইট গার্ড হাফিজ ও এ্যনিমেল এটেনডেন্ট মশিউর এসব মালামাল বিক্রী করেছে। তবে অফিস কর্মকর্তাকে ম্যানেজ করেই তিনি এ কাজ করছেন বলে অফিসের একাধিক কর্মচারী জানিয়েছেন।

আরও পড়ুন : সড়কে ফাটল, ভারী যানবাহন চলাচল বন্ধ

এ অফিসের নাইট গার্ড হাফিজ বলেন, ৭টা ফ্রীজ ৩ হাজার ও ৪০ টাকা দরে ৫৫ কেজি লোহার দাম বলছে। তখন আমাদের অফিসের মশিউর বলছেন যা দাম বলছে তাতেই বিক্রী করে দেই।

অফিসের ক্যাশিয়ার মোশারেফ হোসেন বলেন, এ মাল কে বিক্রী করে তা আমরা জানিনা। আর স্যার ২ দিন হল এসেছে তাই সেও কিছু জানেনা।

এ বিষয়ে মালামালের দায়িত্বে থাকা ষ্টোর কিপার দোলোয়ার হোসেন বলেন, অফিসের মালামাল এক রুম থেকে অন্যরুমে নেয়ার জন্য ভ্যানে উঠানো হয়েছিলো।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বখতিয়ার বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। এর বেশী কিছুই বলতে পারবনা।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana