শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

প্রধান শিক্ষকের নেতৃত্বে সহকারী শিক্ষককে লাঞ্ছিত ও অবরুদ্ধ করার অভিযোগ

প্রধান শিক্ষকের নেতৃত্বে সহকারী শিক্ষককে লাঞ্ছিত ও অবরুদ্ধ করার অভিযোগ

প্রধান শিক্ষকের নেতৃত্বে সহকারী শিক্ষককে লাঞ্ছিত ও অবরুদ্ধ করার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চক্রবর্তীর নেতৃত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো.ফোরকান বিশ্বাসকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে রানাপাশা মাধ্যমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে।

সহকারী শিক্ষক মো.ফোরকান বিশ্বাস অভিযোগ করে বলেন,দুপুরে টিফিন বিরতিতে বাড়িতে গিয়ে বাসায় ফেরার পথে প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির কর্মচারী নান্নু খান আমাকে মারধর করে পরে আমাকে বিদ্যালয়ের একটি কক্ষে আটকিয়ে রাখেন। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে আমাকে উদ্ধার করে। মূলত বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রধান শিক্ষক আমার উপরে ক্ষিপ্ত এছাড়া চতুর্থ শ্রেনির কর্মচারী নান্নু খানের বিরুদ্ধে একটি মামলার বাদী আমি। এছাড়াও বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে শিক্ষক বাবুল চক্রবর্তীর বিরুদ্ধে।

প্রধান শিক্ষক বাবুল চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে বলেন,আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের নৈশপ্রহরী নান্নু খানের সাথে তার ঝামেলা হয়েছে। বিষয়টি সমাধান করা হবে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana